
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ রবিউল আলম (২৮) নামে এক যুবককে আটক করেছে। আটক রবিউল উপজেলার চকমুনু পূর্বপাড়া গ্রামের ছায়ের আলীর ছেলে।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিউলকে আটক করা হয়। আটককালে তার নিকট থেকে ১৬০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এঘটনায় তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।