Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / রাণীনগরে জমি উদ্ধারে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাণীনগরে জমি উদ্ধারে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

August 14, 2022 05:46:05 AM  
রাণীনগরে জমি উদ্ধারে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে সাবেক এমপি ইসরাফিল আলম ও তার স্ত্রী সুলতানা পারভিন বিউটি কর্তৃক জবর দখলকৃত জমি উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। ক্ষতিগ্রস্থ্য ভুক্তভোগী পরিবারের সদস্যদের আয়োজনে উপজেলার কাশিমপুর স্ট্যান্ডে শনিবার দুপুরে এই সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ভুক্তভোগী উপজেলার কাশিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক সাদেকুল ইসলাম। এসময় ভুক্তভোগী জালাল উদ্দীন, ইয়াদ আলী, এবাদুল হক, এসাহক আলী, মারিয়া বিবি, আলতা বেগম, বেলি বিবিসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে সাদেকুল ইসলাম বলেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি ইসরাফিল আলম এমপি থাকাকালে কাশিমপুর মৌজায় গত ২০১৫ইং সালে প্রায় ৪০ বিঘা জমি জবর দখল করে পল্লী শ্রী সম্বনীত কৃষি খামার গড়ে তোলেন এবং চতুর দিকে প্রাচীর দিয়ে ঘিরে ফেলেন। এসব জবর দখলের প্রতিবাদ করতে গেলে জমির মালিকদের বিভিন্নভাবে ভয়-ভীতি ও ক্রসফায়ারের হুমকি দেয় এবং বিভিন্ন ভাবে হয়রাণী করে। এমপি ইসরাফিল আলম গত ২০২০ইং সালে মারা গেলে তার স্ত্রী সুলতানা পারভিন বিউটি উক্ত সম্পত্তিগুলো জোর পূর্বক দখলে রাখে। সম্পত্তি উদ্ধারে প্রশাসন ও রাজনৈতিক মহলে অভিযোগ করে দিনের পর দিন ধর্ণা দিয়েও কোন প্রতিকার হয়নি। এক প্রশ্নের জবাবে সাদেকুল ইসলাম বলেন,২৫টি পরিবারের জমি জবর দখল, জমি থেকে ধান কেটে নেয়াসহ নানাভাবে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি করেছে ইসরাফিল আলম।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, সম্পত্তি হারা পরিবারগুলো আমরা খুব কষ্টে জীবন যাপন করছি। জমি উদ্ধার করে ভুক্তভোগী ক্ষতিগ্রস্থ্য পরিবারের নিকট ফিরিয়ে দিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রিরও ন্যায় বিচারকদের দৃষ্টি আকর্ষণ করেছেন। জমি জবর দখলের অভিযোগ অস্বীকার করে এমপি মরহুম ইসরাফিল আলমের স্ত্রী সুলতানা পারভিন বিউটি বলেন,ওই প্রজেক্টে সবগুলো জমি আমাদের ক্রয় করা। শুধু মাত্র সাদেকুলের জমিতে মামলা থাকায় রেজিস্ট্রি হয়নি। এসব বিষয় নিয়ে বেশ কয়েকবার বসেও সমাধান হয়নি। সাদেকুল ইসলাম বিশেষ ব্যক্তির ইন্ধনে প্রজেক্টে বার বার হামলা চালিয়ে ভাংচুর করেছে এবং বিভিন্নভাবে অপপ্রচার করছে বলে দাবি করেন তিনি।