Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / রাণীনগরে জমি থেকে কিশোরের মরদেহ উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাণীনগরে জমি থেকে কিশোরের মরদেহ উদ্ধার

August 03, 2022 06:54:44 AM  
রাণীনগরে জমি থেকে কিশোরের মরদেহ উদ্ধার

নওগাঁ সংবাদদাতা:
নওগাঁর রাণীনগরে জমি থেকে রতন আলী (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। কিশোর রতন উপজেলার বিলপালশা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।

কিশোর রতনের চাচাতো ভাই বেনাজুল ইসলাম বলেন, সোমবার বিকেল ৫টা নাগাদ রতন বাড়ী থেকে বের হয়ে যায়। এর পর বাড়ীতে ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজ করেও সন্ধান মেলেনি। মঙ্গলবার সকালে বিলকৃষ্ণপুর বাজারের দক্ষিনে একটি জমির ধারে পানিতে উপর হয়ে পরে থাকা মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন।

তিনি বলেন, রতন মানসিক ভারসাম্যহীন ও বাকপ্রতিবন্ধি ছিলেন। হয়তো প্রাকৃতিক ডাকে সারা দিতে গিয়ে কোন কারনে পরে গিয়ে তার মৃত্যু হতে পারে। এঘটনার খবর পেয়ে থানাপুলিশ মঙ্গলবার বেলা ১১টা নাগাদ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

মরদেহ উদ্ধারকারী তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা বলেন, রতনের শরীরে প্রাথমিকভাবে আঘাতের কোন চিহ্ন দেখা যায়নি। কিভাবে তার মৃত্ ুহয়েছে তা জানতে সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তে জন্য মর্গে পাঠানো হয়েছে।এঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্রু মামলা দায়ের করা হয়েছে।