Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / রাণীনগরে দেশীয় অস্ত্রসহ ৩ জন আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাণীনগরে দেশীয় অস্ত্রসহ ৩ জন আটক

July 22, 2022 06:49:04 AM  
রাণীনগরে দেশীয় অস্ত্রসহ ৩ জন আটক

রাণীনগর(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩জনকে আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার ভাটকৈ বাজার থেকে তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বুধবার গভীর রাতে উপজেলার বড়গাছা এলাকায় থানাপুলিশের টহল চলছিল। এসময় একটি সিএনজি (অটোরিক্সা) ভাটকৈ বাজার এলাকায় পৌছলে পুলিশ অটোরিক্সা থামিয়ে তল্লাশী করে। এসময় অটোরিক্সার যাত্রীদের তল্লাশীকালে তাদের নিকট থেকে একটি বোল্ডকাটার, একটি হাসুয়া, একটি কঁাচি ও একটি লোহার চেইন উদ্ধারসহ অটোরিক্সাতে থাকা উপজেলার শফিকপুর গ্রামের মৃত মীরবক্সের ছেলে আব্দুস সালাম ধলু (৫৬) ও তার ভাই হাফিজুর রহমান (৪৮) এবং আত্রাই উপজেলার হিসাবদিনগর গ্রামের সুবেশ সরকারের ছেলে ধীরু সরকার (৪০) আটক করে।

তিনি  আরো জানান, আকটকৃতরা ডাকাতি করার জন্য প্রস্তুতি নিয়ে যাচ্ছিল। কিন্তু পথি মধ্যে পুলিশ তাদের আটক করে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।