.jpg)
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে যতীশ চন্দ্র দেবনাথ (৫০) নামে এক মাদক ব্যবসায়ীসহ সাত জরকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন,মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিজামপুর পূর্ব পাড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই গ্রামের বৃন্দাবন চন্দের ছেলে যতীশ চন্দ্রকে শয়ন ঘর থেকে ২০০গ্রাম গাঁজাসহ আটক করে। রাতেই তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়।
এছাড়া একই রাতে গ্রেপ্তারী পরোয়ানার আসামী ভাদালিয়া গ্রামের মোশারব হোসেন(৫০), বিশিয়া গ্রামের নিরেন চন্দ্র (৪৫), একই গ্রামের রতন চন্দ্র(৪০), সুজন চন্দ্র (৫০),দিপেন প্রামানিক(৪২) ও উপর তালিমপুর গ্রামের আলীম উদ্দীন (৬০) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।