Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / রাণীনগরে যুবদলের বিক্ষোভ-সমাবেশ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাণীনগরে যুবদলের বিক্ষোভ-সমাবেশ

July 17, 2022 01:31:35 AM  
রাণীনগরে যুবদলের বিক্ষোভ-সমাবেশ

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা:
নওগাঁর রাণীনগরে যুবদলের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যশোহর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনির নৃশংস হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে শনিবার বেলা ১১টায় দলীয় কার্যালয়ের সামনে নওগাঁ-আত্রাই সড়কের পাশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক এমদাদুল ইসলাম এমদাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে রাণীনগর উপজেলা বিএনপি’র আহ্বায়ক রুকুনুজ্জামান খাঁন রুকু,যুগ্ন আহ্বায়ক আতিকুজ্জামান জাপান, মোসারব হোসেন, সদস্য আল ফারুক জেম্স, মেজবাউল হক লিটন, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মোজাক্কির হোসেন, আতিকুল ইসলাম জেম্স,সিরাজ-এ আলম সিরাজ, ফরহাদ হোসেন মন্ডল,সেচ্ছা সেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব বেলাল হোসেন, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জাহিদ হোসেন শিমুল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন টনিসহ বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।