.jpg)
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উদযাপনের লক্ষে নওগাঁর রাণীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজুল ইসলাম, রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান,প্রাণী সম্পদ দপ্তর কর্মকর্তা কামরুন নাহার আকতার সহ সকলদপ্তরপ্রধানগন, স্থানীজনপ্রতিনিধি,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। যথাযথভাবে দিবস উদযানের জন্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।