
রংপুর সংবাদদাতা:
জীবন বীমা করপোরেশনের রংপুর অফিসের গ্রাহক পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নের বড়দরগা এলাকার মৃত রুহুল রুহুল আমিন মেম্বারের বীমাকৃত মরণোত্তর ৬ লাখ ৮১ হাজার ৯০৯ টাকা পরিশোধ করা হয়েছে।
রবিবার (৪ জুলাই) দুপুরে বড়দরগা উচ্চ বিদ্যালয়ের হলরুমে মৃত রুহুল আমিনের নমিনি ছেলে মেহেদী হাসানের হাতে আনুষ্ঠানিকভাবে উক্ত টাকার চেক তুলে দেন রংপুর জীবন বীমা কর্পোরেশনের ডেভলপমেন্ট ম্যানেজার মোখলেসুর রহমান পলাশ। চেক গ্রহনকালে গ্রাহকের পিতা ফয়েজ আহমেদ, স্ত্রী বিলকিস বেগম ও ছোট ভাই নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, রংপুর জীবন বীমা কর্পোরেশনের উন্নয়ন অফিসার মকবুল হোসেন সরকার, বড়দরগা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম খোকন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম, বড়দরগা সরকারী প্রাথমিক বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি আলতাব হোসেন ভুল্টু, অত্র ইউপি সদস্য সামসুল হক লিপু প্রমুখ।