Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / রৌমারীতে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রৌমারীতে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

July 20, 2022 06:50:54 AM  
রৌমারীতে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা:
আব্দুল্লাহ আল মাহিম (১৬) নামের এক মাদ্রাসার ছাত্র গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার ভোররাতে কুড়িগ্রামের রৌমারী উপজেলার কলেজপাড়ায় ঘটনাটি ঘটে। সে রৌমারী কেরামতিয়া আদর্শ ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাহিম কয়েকদিন থেকে তার বাবার কাছে মোটরসাইকেল চেয়ে আসছে। মোটরসাইকেল দিতে অস্বীকার করলে তার বাবার প্রতি অভিমান করে বাড়ির একটি টিনশেড ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। আব্দুল্লাহ আল মাহিম উপজেলার কলেজপাড়া গ্রামের আলহাজ্ব আক্তার হোসেনের ছেলে বলে জানা যায়। 
রৌমারী স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম রানা মৃত্যুর বিষযটি নিশ্চিত করে বলেন, বাবার প্রতি অভিমান করে সে আত্মহত্যা করেছে।

রৌমারী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার জানান, মোটরসাইকেল চেয়ে না পাওয়ায় বাবার প্রতি অভিমান করে আব্দুল্লাহ আল মাহিম আত্মহত্যা করেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসির সুপারিশে লাশের কোন সন্দেহ না থাকায় দাফন করার নির্দেশ দেওয়া হয়েছে।