Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / রায়পুরায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রায়পুরায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি

March 18, 2025 08:30:45 PM   অনলাইন ডেস্ক
রায়পুরায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি

নরসিংদী সংবাদদাতা:
নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ এলাকায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মির্জানগর এলাকার মৃত শহিদ মুন্সীর ছেলে শফিক ও তার সহযোগীরা একটি জমি দখলের চেষ্টা চালাচ্ছে এবং মালিকপক্ষকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।

ভুক্তভোগী মো. নাছিম জানান, তারা দীর্ঘদিন ধরে এই জমির মালিকানা ভোগ করে আসছেন। কিন্তু সম্প্রতি শফিক ও তার দলবল জোরপূর্বক দখলের পাঁয়তারা করছে। ইতোমধ্যে তারা জমির গাছপালা কেটে ফেলে প্রায় তিন লাখ টাকার ক্ষতি করেছে। স্থানীয়ভাবে একাধিক সালিশ হলেও অভিযুক্তরা কোনো সমাধানে রাজি হয়নি এবং দখলের হুমকি অব্যাহত রেখেছে।

অভিযোগে আরও বলা হয়, গত ১০ মার্চ সকাল সাড়ে ১১টায় শফিক, পেয়ার আলী মেম্বারের ছেলে সুমনসহ ৭-৮ জন অস্ত্রসহ জমি দখলের চেষ্টা চালায়। জমির মালিক নাছিম ও তার পরিবার বাধা দিলে তাদের হত্যার হুমকি দেওয়া হয় এবং লাশ গুম করার কথা বলা হয়।

এ ঘটনায় নাছিম রায়পুরা থানায় অভিযোগ দায়ের করেছেন। হাসনাবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল হুদা জানান, এটি জমি সংক্রান্ত বিষয়, যা আদালতের মাধ্যমে সমাধান করতে হবে। তবে জমির মালিকপক্ষ নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।