Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / লক্ষ্মীপুরে ইটবাহী পিকআপ খাদে পড়ে চালকসহ নিহত ২ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

লক্ষ্মীপুরে ইটবাহী পিকআপ খাদে পড়ে চালকসহ নিহত ২

February 08, 2023 03:39:58 AM   দেশজুড়ে ডেস্ক
লক্ষ্মীপুরে ইটবাহী পিকআপ খাদে পড়ে চালকসহ নিহত ২

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে ইটবাহী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে চালক মো. নুরনবী (৩০) ও শ্রমিক মো. সিরাজের (৩৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ছটকির সাঁকো এলাকার লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ দুর্ঘটনা ঘটে। হাসপাতালে নিহতদের পরিবারের লোকজনকে আহাজারি করতে দেখা যায়।

নিহত নুরনবী ভবানীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরমনসা গ্রামের শাহ আলমের ছেলে ও সিরাজ একই এলাকার রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ইট নিয়ে পিকআপটি ভবানীগঞ্জের মিয়ারবেড়ি এলাকা থেকে লক্ষ্মীপুর দিকে আসছিল। ঘটনাস্থল পৌঁছলে একটি দ্রুতগতির সিএনজি চালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটির সামনের অংশ রাস্তার পাশের খাদে ও পেছনের অংশ রাস্তায় উল্টে পড়ে। এসময় পিকআপে থাকা ইট রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে যায়। এসময় পিকআপ চালক নুরনবী ঘটনাস্থলেই মারা যায়। শ্রমিক সিরাজকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিলে মারা যায়।

ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য মোস্তফা আহমেদ তুহিন বলেন, নিহত দুইজনই আমাদের এলাকার বাসিন্দা। দুজনের ঘরেই সন্তান রয়েছে। দুজনই পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি ছিলেন। তাদের মৃত্যু দুঃখজনক।

সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল-আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল এসেছি। দুর্ঘটনায় দুইজন মারা গেছে। নিহতদের মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, দুর্ঘটনায় আহত একজনকে হাসপাতালে আনার পরপরই মারা যায়। নিহতদের মরদেহ মর্গে আছে।