
রুবেল হোসেন:
লক্ষ্মীপুরে একটি রেস্টুরেন্টের ভেতরে ঢুকে মো. তামিম নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কোপানোর অভিযোগ উঠেছে। তার মেয়ে বন্ধু সাইমা চৌধুরীর বাবা লক্ষ্মীপুর সাব রেজিষ্ট্রি অফিসের চাকরিজীবী শেখ ফরিদ এ ঘটনা ঘটান।
রোববার (৭ মে) দুপুর ২ টার দিকে শহরের পিটিআই মোড় এলাকার ওই রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ক্ষতিগ্রস্থ শিক্ষার্থী তামিম তার বান্ধুবির বাবা ফরিদের বিরুদ্ধে এ অভিযোগ করেন। ঘটনার পর থেকেই ফরিদ আত্মগোপনে রয়েছেন।
আহত তামিম লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মজুপুর এলাকার নুরনবী শামিমের ছেলে। লক্ষ্মীপুর আদর্শ
সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে তিনি এসএসসি পরীক্ষা দিচ্ছেন। সাইমা লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি দিচ্ছেন।
অভিযুক্ত শেখ ফরিদ রামগতি উপজেলার বাসিন্দা। দীর্ঘ কয়েক বছর ধরে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে শহরের মোবারক কলোনী এলাকা ভাড়া বাসায় থাকেন।
হাসপাতালে আহত তামিম ও তার বন্ধুরা জানায়, সাইমার সঙ্গে তামিমের ভালো সম্পর্ক রয়েছে। ইংরেজী দ্বিতীয় বিষয় পরীক্ষা শেষে দু’জনেই রেস্টুরেন্টে খেতে যায়। খাবার খাওয়ার সময় হঠাৎ করে সাইমার বাবা রেস্টুরেন্টে ঢুকে তাদেরকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে ফরিদ ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
বক্তব্য জানতে শহরের সমসেরাবাদ এলাকার মোবারক কলোনী বাবুল মিয়ার ভাড়া বাসায় গিয়ে শেখ ফরিদকে পাওয়া যায়নি। তবে বাসার মালিক গিয়াস উদ্দিন বাবুল গণমাধ্যমকর্মীদের উপস্থিতি দেখে তিনি ক্ষিপ্ত হয়ে উঠে বলেন, তারা কেউ বাসায় নাই। পুলিশ এসেছে তাদেরকে উপরে উঠতে দেওয়া হয়নি।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। বাসায় খোঁজ করে অভিযুক্তকে পাওয়া যায়নি। হাসপাতালে গিয়ে পুলিশ ক্ষতিগ্রস্ত ছাত্রসহ অন্যান্যদের সঙ্গে কথা বলেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।