
যুব সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে রক্ষা করার লক্ষে লক্ষ্মীপুরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল নয়টার দিকে রায়পুর উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ এ রায়পুর উপজেলা হেযবুত তওহীদের আয়োজনে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করেন তওহীদ ফুটবল একাদশ সদর বনাম তওহীদ স্পোর্টিং ক্লাব রায়পুর।
জানা যায়, ৯০ মিনিটের খেলায় তওহীদ ফুটবল একাদশ সদর দুই গোলে ড্র করেন তওহীদ স্পোর্টিং ক্লাব রায়পুরের সাথে। পরবর্তী খেলা ট্রাইবেকার এ অনুষ্ঠিত হয়। ট্রাইবেকার এ তওহীদ ফুটবল একাদশ সদর ৩-১ গোলে করে বিজয়ী হন। প্রথম ৯০ মিনিটে তওহীদ ফুটবল একাদশ সদরের হয়ে জামাল হোসেন সোহাগ ১ টি, লিমন মিয়া ১ টি করে গোল করতে সক্ষম হন এবং তওহীদ স্পোর্টিং ক্লাব রায়পুরের হয়ে ২ টি গোল করেন রবিউল আলম। উক্ত প্রীতি ম্যাচে সেরা খেলোয়াড় হিসেবে দৃষ্টান্ত সৃষ্টি করে মোঃ জামাল হোসেন সোহাগ ম্যাচ সেরা হিসেবে বিবেচিত হয়।
খেলাটি উদ্বোধন করেন হেযবুত তওহীদ আন্দোলনের চট্টগ্রাম বিভাগীয় ক্রিয়া সম্পাদক সাইদুর রহমান সাঈদ এবং হেযবুত তওহীদ লক্ষ্মীপুর জেলা সভাপতি মোঃ জামাল হোসেন সোহাগ।
এ সময় সাইদুর রহমান সাঈদ বলেন, এমন একটি খেলায় আসতে পেরে আমি ধন্য ও তিনি ধন্যবাদ জানান খেলাটি আয়োজকদের এবং যুবসমাজকে মাদক সন্ত্রাসমুক্ত করতে খেলাধুলায় আসতে সকল যুবকদের প্রতি আহ্বান জানান।
শেষে উভয় দলকে ট্রফি তুলে দেওয়া হয়। চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন মোঃ শাহাদাত হোসেন আনন্দ এবং রানার্স আপ দলের ক্যাপ্টেন মোঃ রবিউল আলমকে ট্রফি তুলে দেওয়া হয়। প্রত্যেক খেলোয়াড়কে মেডেল দেওয়া হয় এবং ম্যাচ রেফারিদের মেডেল প্রদান করা হয়।