Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে হামলা আহত ১, আটক ১ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে হামলা আহত ১, আটক ১

May 08, 2023 05:46:36 PM   জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে হামলা আহত ১, আটক ১

রুবেল হোসেন:
লক্ষ্মীপুর সদরে নবনির্মিত মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটে অভিযোগ পাওয়া গেছে। এসময় হামলাকারীরা ইসলাম হোসেন (৩৫) নামে এক নির্মাণ শ্রমিককে এলোপাতাড়ি মারধর করে। বর্তমানে ইসলাম সদর হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (০৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত একজনকে আটক করে।

এর আগে, সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা ভবানীগঞ্জ ইউনিয়নের পিয়ারাপুরে নবনির্মিত মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ ও প্রস্তাবিত আধুনিক পার্কের সীমানাপ্রচীর (বাউন্ডারি ওয়াল) চলমান কাজে স্থানীয় একটি চক্র বাঁধা দিয়ে এ হামলা,ভাংচুর ও লুটপাট করে অভিযোগ করা হয়।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ৩৪ লাখ টাকার ব্যয়ে নির্মিত হয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ। গেল বছর ২৭ আগস্ট জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ স্মৃতিসৌধটি উদ্ভোদন করেন। ওইসময় জেলা প্রশাসক ঘোষণা করেন পাশের সরকারি খাসজমিতে আধুনিক পার্ক করা হবে। সেই জমির সীমানাপ্রচীর (বাউন্ডারি-ওয়াল) করতে গেলে স্থানীয় বাসিন্দা নরুল আমিনের ছেলেরা তাদের সম্পত্তি দাবি করে সেই কাজে বাধা দেয়। কিন্তু জেলা প্রশাসক আধুনিক পার্ক ঘোষণা মুহূর্তে বলছেন, যদি কেউ নিজেদের সম্পত্তি দাবি করেন। সঠিক কাগজপত্র নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা তার ক্ষতিপূরণ দিবো। কিন্তু ৭ সামে ও তারা জমির মালিকানা কাগজপত্র দেখাতে পারেননি।
প্রস্তাবিত আধুনিক পার্কের ৮০ ভাগ সীমানাপ্রচীরের কাজ সম্পন্ন হয়েছে। সর্বশেষ রোববার ও আজ (মঙ্গলবার) সকাল ৮টার দিকে নরুল আমিনের ৩ ছেলেসহ স্বজনরা এসে ভাংচুর ও লুটপাট করে। হামলাকারীদের বাঁধা দেওয়ায় এক শ্রমিককে পিটিয়ে গুরুতর আহত করে।

আহত শ্রমিক ইসলাম হোসেন চিকিৎসাধীন অবস্থায় জামান, আমরা সরকারি কাজ করি। তারা হঠাৎ এসে আমাদের ওপর হামলা করে। তারা ভাংচুর করে স্মৃতিসৌধেও। লুটপাট করে আমাদের মালামাল।

ঠিকাদার নরুল হুদা নুরু জানান, আধুনিক পার্কের সীমানা-প্রচীরের কাজ প্রায় শেষপর্যায়ের। স্থানীয় একটি চক্র বারবার এসে গালমন্দ করে। এবং লুটপাট করে রড-সিমেন্ট ও যাবতীয় মালামাল। সর্বশেষ আজ সকালে নরুল আমিনের ছেলেরা এসে শ্রমিকদের মারধর করে। ভাংচুর চালায় স্মৃতিসৌধে। পরে আমরা জাতীয় জরুরি সেবা-৯৯৯ কল দিলে পুলিশ একজনকে আটক করে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশিকুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। এবং একজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানা আনা হয়েছে।