
জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে চলন্ত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেচ্ছাসেবক লীগ নেতা এম এ সামাদ (৫০) গুরুতর আহত হয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (২২ মে) দুপুরে জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. বেলায়েত হোসেন বেল্লাল সড়ক দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
এর-আগে রোববার সন্ধ্যা লক্ষ্মীপুর পুলিশ লাইন্স এ এলাকায় এ সড়ক দুর্ঘটনার শিকার হন এম এ সামাদ।
তিনি চন্দ্রগঞ্জ থানা সেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম-আহ্বায়ক ও সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের গোড়ালিয়া গ্রামের দেওয়ানজি বাড়ীর মৃত আব্দুল মান্নাফের ছেলে।
লক্ষ্মীপুর নোভা-ট্রমা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেচ্ছাসেবক লীগ নেতা এম এ সামাদ সাংবাদিকদের জানান, সড়ক দুর্ঘটনার পূর্বে তার দলের এক নেতা পদ পাওয়ার জন্য তাকে মুঠোফোনে হুমকি দেয়। তারপর থেকে তিনি মানুষিক সমস্যা ভুগছেন। এতে তিনি চলন্ত মোটরসাইকেল হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর সিটকে পড়েন। তার ধারনা কেউ তাকে পিছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন।
লক্ষ্মীপুর জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেল্লাল জানান, এম এ সামাদ সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার কথা শুনে হাসপাতালে দেখতে গেলাম। তখনতো তিনি হুমকির বিষয়ে আমাদের জানাননি। তবুও বিষয়টি আমরা খতিয়ে দেখবো।