Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / লাকসামে প্রবাসীর বাড়িতে দিনেদুপুরে ছিনতাই, স্ত্রী-মেয়েকে হত্যার হুমকি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

লাকসামে প্রবাসীর বাড়িতে দিনেদুপুরে ছিনতাই, স্ত্রী-মেয়েকে হত্যার হুমকি

March 24, 2025 04:17:17 PM   উপজেলা প্রতিনিধি
লাকসামে প্রবাসীর বাড়িতে দিনেদুপুরে ছিনতাই, স্ত্রী-মেয়েকে হত্যার হুমকি

কুমিল্লা লাকসামের রাজঘাট এলাকায় এক প্রবাসীর বাড়িতে দিনেদুপুরে ঢুকে স্ত্রী ও মেয়েকে ছুরি ধরে ভয় দেখিয়ে স্বর্ণালংকার লুট করার ঘটনা ঘটেছে।

রবিবার (২৩ মার্চ) দুপুর ১টা ১৫ মিনিটে কাতার প্রবাসী আনিসুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার সময় তিনি ও তাঁর ছেলে আবদুল্লাহ আল আরমান নিলয় বিদেশে অবস্থান করছিলেন। এই সুযোগে এক ব্যক্তি মেহমান সেজে বাসায় প্রবেশ করে আনিসুর রহমানের স্ত্রী ফাতেমা নূর পারভীন (৩৫) ও মেয়ে খাদিজা রহমান আনিছা (৮)-এর গলায় ছুরি ধরে হত্যার হুমকি দেয়। এরপর তাদের কাছ থেকে কানের দুল ও গলার চেইনসহ প্রায় ২ ভরি স্বর্ণ লুট করে পালিয়ে যায়।

ভুক্তভোগীরা জানান, দুর্বৃত্তরা এ ঘটনা কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে যায়। ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজও রেকর্ড হয়েছে।

এ ঘটনায় ফাতেমা নূর পারভীন লাকসাম থানায় অভিযোগ দাখিল করেছেন। মামলায় পশ্চিমগাঁও রাজঘাট এলাকার আবু তাহেরের ছেলে রুবেল হোসেন (৩০)-কে অভিযুক্ত করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, রুবেল হোসেন একাধিক চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকের মামলার আসামি। তাঁর স্ত্রীকেও এসব অপরাধে সহযোগী হিসেবে কাজ করতে দেখা গেছে বলে জানা গেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর আলমগীর বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত রুবেল হোসেনকে ধরতে অভিযান চালানো হচ্ছে।’