Date: May 10, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / লাকসামে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ দুই নারী আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

লাকসামে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ দুই নারী আটক

May 09, 2025 08:00:32 PM   উপজেলা প্রতিনিধি
লাকসামে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ দুই নারী আটক

কুমিল্লার লাকসামে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ দুই নারীকে আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাত আনুমানিক ২টায় গোপন তথ্যের ভিত্তিতে লাকসাম উপজেলার রাজঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গোয়েন্দা সূত্রে জানা যায়, মোঃ দেলোয়ার হোসেন নামের একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ওই এলাকায় অবস্থান করছে এমন খবর পেয়ে যৌথ বাহিনী অভিযান চালায়। তবে অভিযুক্ত দেলোয়ার হোসেন বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

অভিযানের সময় তার দুই সহযোগী শার্মিন আক্তার রিমা ও রেনা আক্তারকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা, ৩৩০ গ্রাম গাঁজা এবং নগদ ১,০৪,৩৪৫ টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে আটককৃত দুই নারীকে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। যৌথ বাহিনীর সদস্যরা জানিয়েছেন, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।