Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / লক্ষ্মীপুর জেলা প্রশাসককে হেযবুত তাওহীদের স্মারকলিপি প্রদান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

লক্ষ্মীপুর জেলা প্রশাসককে হেযবুত তাওহীদের স্মারকলিপি প্রদান

September 12, 2022 08:52:36 AM   নিজস্ব প্রতিনিধি
লক্ষ্মীপুর জেলা প্রশাসককে হেযবুত তাওহীদের স্মারকলিপি প্রদান

মো.মাসুদ হোসাইন, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

পাবনার হেযবুত তওহীদ সদস্য সুজনের খুনীদের বিচার ও সদস্যদের জীবন-সম্পদের নিরাপত্তার দাবিতে আজ (১১ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর জেলা প্রশাসক জনাব আনোয়ার হোসেন আকন্দকে স্মারকলিপি প্রদান করেছে লক্ষ্মীপুর জেলা হেযবুত তওহীদ।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশে এ কর্মসূচী অব্যাহত রয়েছে। স্মারকলিপি দেয়ার সময় উপস্থিত ছিলেন, হেযবুত তওহীদ লক্ষ্মীপুর জেলা সভাপতি মো. জামাল হোসেন সোহাগ , সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া, সদর উপজেলা সভাপতি আরমান হোসেন শাকিল, রায়পুর উপজেলা সভাপতি আব্দুর রহমান পাটোয়ারী, কমলনগর উপজেলা সভাপতি মোঃ আব্দুল বাতেন, রামগঞ্জ উপজেলা সভাপতি মোঃ রবিউল আলম, চন্দ্রগঞ্জ থানা সভাপতি আবুল কাসেম রাজু সহ হেযবুত তওহীদের শতাধিক নেতা কর্মী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, ২৩ আগস্ট পাবনার হেমায়েতপুর থানা কার্যালয়ে রাতের অন্ধকারে ৪০/৫০ জন অস্ত্রধারী সন্ত্রাসী হামলা চালিয়ে উপস্থিত ১৫/১৬ জন সদস্যকে এলোপাথাড়ি কোপানো শুরু করে। প্রায় সকলেই আহত হয়। গুরুতর আহত চারজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মুমূর্ষু দুইজনকে রাজশাহী মেডিক্যাল কলেজে নেওয়ার পর সুজন মণ্ডল নামে একজন সদস্য সেখানে মারা যান।