
রাহাত চৌধুরী:
কুমিল্লার লালমাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিএনজি চালক ওমর ফারুককে পিটিয়ে হত্যার ঘটনায় মীর হোসেন মিন্টু (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাতে লাকসাম থানা পুলিশের সহযোগিতায় লালমাই থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া মীর হোসেন মিন্টু লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের পূর্ব পেরুল গ্রামের বাসিন্দা এবং কালা মিয়ার ছেলে।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ফয়েজগঞ্জ দক্ষিণ বাজারে এমআর ব্রিকসের সামনে সাইড দেওয়া নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। এতে নাঙ্গলকোট উপজেলার আদ্রা উত্তর ইউনিয়নের লুধুয়া গ্রামের আবদুল বাকির মজুমদারের ছেলে সিএনজি চালক ওমর ফারুক (৪৫) কে ইট দিয়ে থেতলিয়ে গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লাকসামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত হয়,
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।