Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / লোহাগাড়ায় বাস-লেগুনা সংঘর্ষে তিনজন নিহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

লোহাগাড়ায় বাস-লেগুনা সংঘর্ষে তিনজন নিহত

March 04, 2023 08:21:58 PM   দেশজুড়ে ডেস্ক
লোহাগাড়ায় বাস-লেগুনা সংঘর্ষে তিনজন নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। শনিবার (৪ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে লোহাগাড়া থানার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া-চকরিয়া সীমান্ত গেট এলাকায় ঘটে এ দুর্ঘটনা।

নিহতরা হলেন- চকরিয়া উপজেলার হারবাং ৯ নম্বর ওয়ার্ড কলাতলী এলাকার আবুল বশরের পুত্র মো. হামিদুল্লাহ (৩২), একই এলাকার লাল মিয়ার পুত্র জাহাঙ্গীর আলম (২২) ও উত্তর হারবাং করমহুরি পাড়ার দানু মিয়ার পুত্র নজরুল ইসলাম (৩০)।

ফায়ার সার্ভিস বলছে, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি বাসের সঙ্গে বিপরীতমুখী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় নিহতরা সবাই ছিলেন লেগুনার যাত্রী।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার শফিউল আজম বলেন, আমরা সকাল ৮টা ৪৫ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আমরা ঘটনাস্থলে দুটি মরদেহ পাই। সেগুলো উদ্ধার করি। ঘটনাস্থলে বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাসপাতালে আরেকজনের মৃত্যু হয় বলে জানান শফিউল আজম।