Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

October 14, 2022 04:38:41 AM  
লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

হবিগঞ্জ প্রতিনিধি:
লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে আটক করেছে লাখাই থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর)  দিবাগত রাত আনুমানিক ১২ টা ৩০ মিনিটে উপজেলার বামৈ গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে পুলিশ৷

গ্রেফতারকৃতরা হলো, জেলার  বানিয়াচং উপজেলার আমিরখানি গ্রামের  সাইফুল ইসলাম (৪০), লাখাই উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের মোরশেদ মিয়া (৩৫) ও মাধবপুর উপজেলার বাখরনগর গ্রামের  শাহজাহান মিয়া (৩২)।

পুলিশ জানায়, ওই তিনজন বামৈ এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অবস্থান করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুনু মিয়ার নেতৃত্বে একদল  পুলিশ  সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত রামদা, ছুরি,গ্রিল কাটার, টর্চ লাইট  উদ্ধার করা হয়।

লাখাই থানার ওসি মোঃ নুনু মিয়া জানান, গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে  সিলেট,  হবিগঞ্জ, চট্টগ্রামের বিভিন্ন  থানায় একাধিক ডাকাতি ও ডাকাতির প্রস্তুতি মামলা রয়েছে। আটক ডাকাত ও তাদের পলাতক সহযোগীদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলা রুজু পূর্বক আদালতে  প্রেরণ করা হয়েছে।