
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী মৎস্য জীবীলীগের আয়োজনে জাতীয় শোক দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। পুরাপাড়া ইউনিয়ন আওয়ামী মৎস্য জীবীলীগের আয়োজনে শুক্রবার (১১ আগষ্ট) বিকালে উপজেলার পুরাপাড়া ইউনিয়নে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে কাজী আব্দুস সোবহানের নিজ বাড়িতে কয়েকটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার প্রদান করেন। সন্ধ্যায় নেতা কর্মীদের নিয়ে আলোচনা সভা করে শোক দিবসের কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করেন।
পুরাপাড়া ইউনিয়ন মৎস্য জীবিলীগের সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী মৎস্য জীবিলীগের সভাপতি, জেলা ক্রীড়া সংস্থার অর্থ কমিটির সভাপতি, রিয়া রাথিন গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক, আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী কাজী আব্দুস সোবহান। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী মৎস্য জীবিলীগের সভাপতি দেলোয়ার হোসেন বিশ্বাস, যুবলীগ নেতা শেখ জাহিদ, ইব্রাহিম মেম্বার, কাজী রাজু, কাজী সুমন, মিঠু মাতুব্বর প্রমুখ।
কাজী আব্দুস সোবহান বলেন, ১৫ই আগষ্ট জাতীয় শোক, এই দিন আমরা হারিয়েছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গনন্ধ শেখ মুুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের। জাতীয় শোক দিবস সকলে একসাথে যথাযোগ্য মর্যাদায় পালন করবো। ঐ দিন হতদরিদ্রদের মাঝে খাবারের ব্যাবস্থা থাকবে। তবে তার সুষ্ঠু বন্টনেরও আহবান জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দল যদি আমাকে মনোনয়ন দেয় সেক্ষেত্রে আমি ফরিদপুর- ২ আসনে নির্বাচনে অংশগ্রহন করবো ইনশাআল্লাহ। আপনারা আমার পাশে থেকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।