Date: May 10, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শোকাবহ আগ‌ষ্টের শেষ দিব‌সে সালথায় মেজর হা‌লি‌মের দোয়া মাহ‌ফিল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শোকাবহ আগ‌ষ্টের শেষ দিব‌সে সালথায় মেজর হা‌লি‌মের দোয়া মাহ‌ফিল

August 31, 2023 07:51:45 PM   উপজেলা প্রতিনিধি
শোকাবহ আগ‌ষ্টের শেষ দিব‌সে সালথায় মেজর হা‌লি‌মের দোয়া মাহ‌ফিল

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বাঙালি জাতীয় জীব‌নে শো‌কের মাস আগষ্ট, শোকাবহ আগস্টের শেষ দি‌নে জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ই আগ‌ষ্টে নিহত সকল শহিদদের বি‌দেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ক‌রে‌ছেন ফ‌রিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেজর ( অবঃ) আতমা হালিম (দুলু)।

স্থানীয় নেতৃবৃ‌ন্দের আ‌য়োজ‌নে বৃহস্প‌তিবার (৩১ আগস্ট) বিকা‌লে সালথা সদর বাজারের বাইপাস সড়কে অবস্থিত, মেজর (অবঃ) আতমা হালিম এর আওয়ামীলীগ সরকা‌রের উন্নয়ন ও প্রচারণা অফিসে আ‌লোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা মেজর (অবঃ) আতমা হালিম (দুলু)।

এ সময় তি‌নি ব‌লেন, বঙ্গবন্ধুর জীবদ্দশায় তিনি সব সময় সাধারণ মানুষের সঙ্গে মিশে থেকেছেন। তাদের দুঃখ-কষ্টে নিজেকে বিলিয়ে দিয়ে গেছেন। সকল পেশার মেহনতি মানুষের পাশে তিনি ছিলেন সব সময়। বঙ্গবন্ধুকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা বদ্ধপরিকর থাকবো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমার একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট দেশ গড়ার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণ হবে।

রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইশারত হোসেনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, সালথা উপজেলা প‌রিষ‌দের সা‌বেক চেয়ারম‌্যান মোঃ ওয়া‌হিদুজ্জামান মোল‌্যা, উপ‌জেলা আওয়ামীলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক মোঃ আ‌নোয়ার হোসেন মিয়া, উপ‌জেলা সেচ্ছা‌সেবকলী‌গের সহসভাপ‌তি সৈয়দ মাতুব্বর, ডাঙ্গী ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের সা‌বেক সভাপ‌তি বীর মুক্তি‌যোদ্ধা আঃ কা‌দের মোল‌্যা, আওয়ামীলীগ নেতা কাজী জা‌কির হো‌সেন, যুবলীগের লুৎফর রহমানসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এরপর শেষ বি‌কে‌লে নেতাকর্মীদের নিয়ে ভাওয়াল গ্রামের কৃতি সন্তান আওয়ামী লীগ নেতা মরহুম আলাল মাতুব্বরের কবর জিয়ারত করেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা ক‌রে দোয়া করেন। এ সময় আওয়ামীলীগ নেতা মেজর (অবঃ) আতমা হালিম শোকাহত পরিবারের খোজখবর নেন।