Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / শেখ হাসিনা দুবাই গেছেন কি না নিশ্চিত নই: পররাষ্ট্র উপদেষ্টা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শেখ হাসিনা দুবাই গেছেন কি না নিশ্চিত নই: পররাষ্ট্র উপদেষ্টা

October 08, 2024 03:04:42 PM   অনলাইন ডেস্ক
শেখ হাসিনা দুবাই গেছেন কি না নিশ্চিত নই: পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান অবস্থান সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন যে, এ বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। মঙ্গলবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, "সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ছেড়ে দুবাইয়ে গেছেন কিনা, আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, কিন্তু কোনো সুনির্দিষ্ট কনফারমেশন পাইনি। মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তিনি আমিরাতের আজমানে গেছেন, তবে আমরা রি-কনফার্ম করতে পারিনি।"

ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা ট্রাভেল পাস নিয়ে অন্য দেশে পালিয়ে যাচ্ছেন বলে প্রশ্ন করা হলে তৌহিদ হোসেন বলেন, "পাসপোর্টের মেয়াদ শেষ হলে বাংলাদেশে ফেরার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হয়। এটি অন্য কোনো দেশে যাওয়ার জন্য নয়।"

মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে শেখ হাসিনাকে ভারত অন্য দেশে পাঠিয়েছে কিনা, এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, "এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে জানতে চাওয়া উচিত।"