Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শেখ হাসিনা পালিয়ে গেলেও কাটেনি সংকট: মির্জা ফখরুল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শেখ হাসিনা পালিয়ে গেলেও কাটেনি সংকট: মির্জা ফখরুল

September 27, 2024 06:28:32 PM   জেলা প্রতিনিধি
শেখ হাসিনা পালিয়ে গেলেও কাটেনি সংকট: মির্জা ফখরুল

আশিকুর রহমান, গাজীপুর:
সাবেক মন্ত্রী ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ.স.ম হান্নান শাহ্'র ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "ব্রিগেডিয়ার হান্নান শাহ্ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সারা জীবন সংগ্রাম করে গেছেন। সেনাবাহিনীর কর্মকর্তা হওয়া সত্ত্বেও তিনি দেশের মানুষের মুক্তির জন্য লড়াই করেছেন।"

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) গাজীপুরের কাপাসিয়া থানার কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, "শেখ হাসিনা বলেছিলেন তিনি কখনো দেশ ছেড়ে পালাবেন না, কিন্তু ৫ আগস্ট ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানের সময় গণভবন থেকে পালিয়ে যান। শেখ হাসিনা পালালেও দেশের সংকট এখনো কাটেনি। তারা এখনো অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং গাজীপুরে শ্রমিকদের উসকিয়ে বিশৃঙ্খলা তৈরি করছে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বড় ধরনের অরাজকতা সৃষ্টি হতে পারে, এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।"

মির্জা ফখরুল আরও বলেন, "এর আগে হান্নান শাহ্'র মৃত্যুবার্ষিকীতে এসে স্বাধীনভাবে কথা বলতে পারিনি। কিন্তু এবার ছাত্রদের আত্মত্যাগের কারণে স্বাধীনভাবে কথা বলতে পারছি। শেখ হাসিনা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে ছিলেন।"

গাজীপুর জেলা বিএনপি সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা শেফাউল হক, কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান, বিএনপির কেন্দ্রীয় নেতা ওমর ফারুক সাফিন, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকাত হোসেন সরকার প্রমুখ।

স্মরণসভায় গাজীপুর জেলা বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে ব্রিগেডিয়ার জেনারেল আ.স.ম হান্নান শাহ্'র রাজনৈতিক জীবন নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। স্মরণসভার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান।