Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কাউনিয়ায় আ.লীগের বিক্ষোভ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কাউনিয়ায় আ.লীগের বিক্ষোভ

May 22, 2023 07:53:35 PM   উপজেলা প্রতিনিধি
শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কাউনিয়ায় আ.লীগের বিক্ষোভ

কাউনিয়া প্রতিনিধি, রংপুর:
রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ প্রকাশ্য জনসভায় আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রংপুরের কাউনিয়া উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার বিকেলে উপজেলা আ.লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক ঘুরে কাউনিয়া বাসস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক জমশের আলী প্রমূখ।

বক্তারা বলেন, সমাবেশের নামে বিএনপি সারাদেশে নৈরাজ্য শুরু করেছে। সম্প্রতি রাজশাহীতে বিএনপি নেতা প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন। এরআগে তাকে বহুবার হত্যার চেষ্টাও করা হয়েছে। আন্দোলনের নামে জানমালের কোন ক্ষতি করলে রাজপথেই জবাব দেয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান রেখে অভিযুক্ত বিএনপি নেতার শাস্তির দাবি জানান বক্তারা।