Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / শেখ হাসিনার দেওয়া ঘর গৃহহীন-ভূমিহীনদের আপন ঠিকানা : এমপি ময়ন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শেখ হাসিনার দেওয়া ঘর গৃহহীন-ভূমিহীনদের আপন ঠিকানা : এমপি ময়ন

March 22, 2023 06:48:54 PM   দেশজুড়ে ডেস্ক
শেখ হাসিনার দেওয়া ঘর গৃহহীন-ভূমিহীনদের আপন ঠিকানা : এমপি ময়ন

লক্ষ্মীপুর প্রতিনধি:
লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন (এমপি) ভূমিহীন-অসহায় মানুষ-গুলোকে উদ্দেশ্য করে বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঘরগুলো আজ থেকে আপনাদের আপন ঠিকানা। আপনারা দু-হাত তুলে শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আপনারা অন্যের ভিটেমাটিতে ছিলেন। অনেকসময় বহু কথা শুনতে হয়েছে। এখন আর কেউ আপনাদের ছোট করে কথা বলার সুযোগ নেই। এখন আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার ঘর-গুলোতে বসবাস করবেন। আপনাদের সন্তান গুলোকে শিক্ষিত করে তুলবেন। মনে রাখবেন শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই আজ আপনারা 'গৃহহীন ও ভূমিহীন' উপকারভোগীরা জমির কাগজপত্র ও চাবিসহ ঘর বুঝে পেয়েছেন।

বুধবার (২২ মার্চ) দুপুরে সদর উপজেলার পরিষদ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। এর আগে সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশের উপকারভোগী পরিবারগুলোর কাছে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এমপি নয়ন আরও বলেন, পৃথিবীর কোন প্রধানমন্ত্রী এভাবে গৃহহীন ও ভূমিহীনদের জন্য কাজ করেননি। বঙ্গবন্ধু যেভাবে গরীব-অসহায় মানুষের জন্য কাজ করছেন, তেমনি তাঁর কন্যা শেখ হাসিনা ও এদেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। দেশের মানুষের জন্য শেখ হাসিনা সার্বক্ষণিক ভাবছেন। কিভাবে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করা যায়।

জেলা প্রশাসক আনার হোসেন আকন্দ এর সভাপতিত্বে ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেনের সঞ্চালনায় এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক সাজিয়া পারভিন  সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সালা্হ উদ্দিন টিপুসহ প্রমুখ।

প্রসঙ্গত: আজ লক্ষ্মীপুর সদর উপজেলার চররহমনী মোহন  ইউনিয়ন ও উত্তর হামছাদী ইউনিয়নে ১০০টি উপকারভোগীদের মাঝে ঘর হস্তান্তর করেন।