Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শিবপুরে লটকন বাগানে মিলল ৯৬ কেজি গাঁজা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শিবপুরে লটকন বাগানে মিলল ৯৬ কেজি গাঁজা

February 05, 2025 07:30:49 PM   জেলা প্রতিনিধি
শিবপুরে লটকন বাগানে মিলল ৯৬ কেজি গাঁজা

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে লটকন বাগানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ৯৬ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ডিবির ওসি এস.এম কামরুজ্জামান। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শিবপুর থানার আটাশিয়া সৃষ্টিগড় এলাকার লটকন বাগান থেকে এসব গাঁজা জব্দ করা হয়।

ওসি এস.এম কামরুজ্জামান বলেন, জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক মো. আব্দুল গাফফারের নেতৃত্বে ডিবির একটি দল জেলার বিভিন্ন থানা এলাকায় অবৈধ অস্ত্র-গুলি ও মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে অভিযান পরিচালনা করছিল। অভিযানকালে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে আটাশিয়া সৃষ্টিগড় গ্রামের মনির হোসেনের মালিকানাধীন লটকন বাগানে অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৬টি প্লাস্টিকের বড় বস্তায় ১৬ কেজি করে মোড়ানো মোট ৯৬ কেজি গাঁজা পাওয়া যায়।

এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।