Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে অস্ত্র গুলি ইয়াবাসহ তিন ছাত্রলীগ নেতাকর্মী গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শ্রীপুরে অস্ত্র গুলি ইয়াবাসহ তিন ছাত্রলীগ নেতাকর্মী গ্রেফতার

September 02, 2023 10:36:04 PM   দেশজুড়ে ডেস্ক
শ্রীপুরে অস্ত্র গুলি ইয়াবাসহ তিন ছাত্রলীগ নেতাকর্মী গ্রেফতার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে মধ্য রাতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ফাঁকাগুলি করে গাড়ি ভাংচুরের ঘটনায় ছাত্রলীগ কর্মী সিহাব হোসেনের বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল,৭রাউন্ড তাজা বুলেট ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
শুক্রবার  (১ সেপ্টেম্বর) গভীর রাতে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে ছাত্রলীগ নেতা সিহাব হোসেনের বাড়ি থেকে অস্ত্র ও বুলেট উদ্ধার করেছে।  এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের নজরুল ইসলামের ছেলে সিহাব হোসেন (২৪), একই গ্রামের আকবর হোসেনের ছেলে ও শ্রীপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক  হৃদয় শেখ (২৪) ও একই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে আনোয়ার হোসেন (২৮)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার  জেলা গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে সিহাব হোসেন, হৃদয় শেখ ও আনোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী শুক্রবার গভীর রাতে গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৮ নংওয়ার্ডের গ্রেফতারকৃত সিহাব হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, ৭রাউড তাজা বুলেট ও ১৩৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন  জানান,  শনিবার গ্রেফতারকৃতদের দশ দিনের রিমান্ড চেয়ে  আদালতে প্রেরণ করা হয়। আদালত আসামিদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনি আরো জানান, অন্যান্য আসামীরা তাদের নজরদারিতে রয়েছে। গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।
উল্লেখ্য গত বুধবার গভীর রাতে গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের প্রশিকা মোড় এলাকায় মোটরসাইকেল বহর নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও ফাঁকা গুলি ছুড়ে এক যুবলীগ নেতার তিনটি গাড়ি ভাংচুর করেছে অস্ত্রধারীরা। এঘটনায় যুবলীগ নেতার মা রেখা রহমান বাদী হয়ে গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়লকে প্রধান আসামী করে ১২ জনের নামে শ্রীপুর থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। এ মামলায় তিনজন গ্রেফতার হলেও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়লসহ অন্যান্যরা  ঘা ঢাকা দিয়েছেন।