Date: May 10, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে জোড়া তালি দিয়ে চলছে বেইলী ব্রিজ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শ্রীপুরে জোড়া তালি দিয়ে চলছে বেইলী ব্রিজ

September 18, 2023 08:29:42 PM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে জোড়া তালি দিয়ে চলছে বেইলী ব্রিজ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে কাওরাইদ-জৈনাবাজার সড়কে  বেইলি ব্রিজটি দীর্ঘদিন যাবত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ব্রিজটিকে সচল রাখতে অসংখ্য বার জোড়া তালি দেয়া হলেও বিকল্প সেতু নিমার্ণের উদ্যোগ না নেওয়া জনসাধারণ ক্ষোভ প্রকাশ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাওরাইদ ইউনিয়নের চৌধুরীঘাট এলাকায় অবস্থিত মাটিকাটা  নদী উপর নির্মিত এ বেইলী ব্রিজটির চালা নড়বড়ে হয়ে মাঝেমধ্যে ভেঙে পড়ে যায়।  এ ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন যানবাহন চলাচল করে। রাতে ট্রাকসহ ভারী যান চলাচল করলে বিকট শব্দ হয়। অযোগ্য এ ব্রিজটি ২৫ বছর ধরে জোড়া তালি দিয়ে সচল রাখার চেষ্টা করছে। ফলে ক্রমশ ঝুঁকিপূর্ণ হচ্ছে ব্রিজটি।

পার্শ্ববর্তী পাগলা থানা ও গফরগাঁও উপজেলাসহ বিভিন্ন এলাকা থেকে মালবাহী ভারী যান ঝুঁকি নিয়ে চলাচল করছে। যে কোনো মুহূর্তে ব্রিজটিতে বড় দুর্ঘটনায় পড়ে জানমালের মারাত্মক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ভাটি বাংলার পদ্মা সেতু রানীগঞ্জ সেতু উদ্বোধনের পর বেশি যানবাহন চলাচল করছে এ রোডে। সময় কম লাগায় বিকল্প যোগাযোগের মাধ্যম না থাকায় একমাত্র যোগাযোগের মাধ্যম এ সড়কের ব্রিজের ওপর দিয়ে চলাচল করতে হয় যাত্রী সাধারন সহ যানবাহনদের।

এ সড়কে চলাচলকারী জনসাধারণ জানান, নতুন সেতু না হলে আমাদের চলাচল স্বাভাবিক হবে না। এখানে নতুন করে পাকা সেতু নির্মাণ করে দেয়া হোক। ঝুঁকিপূর্ণ এ পুরাতন স্টিল ব্রিজকে জোড়াতালি দিয়ে কোনোরকমে যোগাযোগ ব্যবস্থা রক্ষা করা হচ্ছে। আর কতদিন এভাবে চলবে? বারবার পাটাতন ভেঙে যাওয়ার ঘটনায় আমাদের মনে আতঙ্ক বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে  শ্রীপুর উপজেলা  সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এজেএম রকিবুল আহসান মুঠোফোনে জানান , এই বেইলী ব্রিজটি  টেন্ডার হয়ে আছে, এখন শুধু জমি অধিগ্রহণের কাজ চলছে তা শেষ হলেই নতুন পাকা ব্রিজের কাজ করা হবে।