Date: May 10, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে দৈনিক ডেল্টা টাইমস পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শ্রীপুরে দৈনিক ডেল্টা টাইমস পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

October 01, 2023 09:02:32 PM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে দৈনিক ডেল্টা টাইমস পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে  নানা আয়োজনে দৈনিক ‘ডেল্টা টাইমস’ পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার  (১ অক্টোবর) বিকালে  শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় এ উপলক্ষে দোয়া, আলোচনা সভা এবং কেক কাটার মধ্যে দিয়ে ডেল্টা টাইমসের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

আলোচনা সভায় দৈনিক ডেল্টা টাইমস’র শ্রীপুর উপজেলা প্রতিনিধি মোঃ ইমরান হাসান সরকার  সভাপতিত্বে আজকের পত্রিকার শ্রীপুর প্রতিনিধি রাতুল মন্ডল এর সঞ্চালনা বক্তব্য রাখেন, গাজীপুর সাংবাদিক কল্যাণ সংস্থা ও শ্রীপুর সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা দৈনিক যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেক, দৈনিক আজকালের শ্রীপুর প্রতিনিধি মো. জামাল উদ্দিন,  দৈনিক আলোকিত বাংলাদেশে শ্রীপুর প্রতিনিধি মোশারফ হোসেন তজু,মাই টিভির মাহবুবুর রহমান, শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক দৈনিক জনতার উজ্জ্বল মিয়া, দৈনিক স্বদেশ প্রতিদিনের আব্দুল আজিজ, সাংবাদিক রুহুল আমিন  সুজন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক ডেল্টা টাইমস পত্রিকাটি অল্পসময়ে জনগণের মুখপত্র, নির্যাতিত নিপীড়িত গণমানুষের প্রিয় এবং উন্নয়নের মূলধারায় ইতিমধ্যে দেশে অন্যতম সেরা দৈনিক  হয়ে উঠেছে। আলোচনা সভা শেষে দৈনিক স্বদেশ প্রতিদিনের  প্রতিনিধি আ.আজিজের দোয়া পরিচালনার পর কেক কাটা হয়।