
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কর্মীরা সভায় ভুরিভোজের আয়োজন করায় ঘোড়া প্রতিকের চেয়ারম্যান প্রার্থী এ্যাড জামিল হাসান দুর্জয়ের এক কর্মীকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। পরে খাবারগুলো পাঠিয়ে দেয়া হয় এতিমখানায়।
মঙ্গলবার দুপুরে উপজেলার নগরহাওলা গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, নগরহাওলা গ্রামে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী সভা উপলক্ষে কর্মীদের জন্য খাবারের আয়োজন করায় হারুনুর রশিদ বাবুল নামের এক কর্মীকে অর্থদন্ড দেয়া হয়। সাথে খাবারগুলো স্থানীয় এতিমখানায় পাঠিয়ে দেয়া হয়।