
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
আমাদের এইচএসকে বিডি নামে একটি নির্মাণাধীন কারখানায় গভীর রাতে দুই শতাধিক অস্ত্রধারী নিয়ে, অনধিকার প্রবেশ করে ব্যপক ভাংচুর মারধর ও লুটপাট করছে সন্ত্রাসীরা। কারখানায় ভাংচুর চালিয়ে কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতিসাধন করেছে।
বৃহস্পতিবার ( ৫ অক্টোবর) দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার দক্ষিণপাড়া গ্রামে নির্মাণধীন এইচ এস কে বিডি নামক কারখানায় হামালা। এ সময় সন্ত্রাসী চাঁদাবাজ আসাদুজ্জামান মানিকের বিচারের দাবি ও নিরাপত্তার জন্য প্রশাসনের সহায়তা কামনা করে সংবাদ সম্মেলন করেছে কারখানা কতৃপক্ষ। অভিযুক্ত আসাদুজ্জামান মানিক (৪৫) উপজেলার টেংরা গ্রামের মৃত অহিদুজ্জান এর ছেলে।
সংবাদ সম্মেলনে এইচ এস কে বিডি ফ্যাক্টরীর ম্যানেজার মো. জিল্লুর রহমান বলেন, গত ৪ অক্টোবর গভীর রাতে চিহৃত সন্ত্রাসী মানিক দুই শতাধিক অস্ত্রধারী সন্ত্রাসী নিয়ে কারখানার মূল ফটক ভেঙে অনাধিকার প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। এসময় আমরা জাতীয় জরুরি সেবা নাম্বার ৯৯৯ নাম্বারে ফোন করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এসময় সন্ত্রাসীরা কারখানার নিরাপত্তা কর্মীদের মারধর করে নগদ টাকা ছিনিয়ে নেয়।
তিনি আরও জানান, সন্ত্রাসীরা এসময় আমাদের কারখানার নিরাপত্তাকর্মী আজাহারুল ইসলামকে ব্যাপক মারধর করে। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি রয়েছে। ২০২২ সালে কারখানার নির্মাণাধীন কাজ শুরু হয়। কাজ শুরুর পর থেকে বিভিন্ন সময় চাঁদার দাবিতে হুমকি দিয়ে আসছে সন্ত্রাসী মানিক।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) তাজমুল করিম বলেন, জাতীয় জরুরি সেবা নাম্বার ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এসময় কারখানায় কমপক্ষে দুই শতাধিক বহিরাগত ছিলো দেশীর অস্ত্র ছিলো অনেকের হাতে। বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এঘটনায় অভিযোগ পেয়েছি। আইনগত পদক্ষেপ চলমান রয়েছে বলে জানান তিনি।