Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শ্রীপুরে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

May 20, 2023 02:00:26 PM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

শাহাদত হোসাইন:
গাজীপুরের শ্রীপুরে স্ত্রী নাসরিন আক্তারকে (২৫) শ্বাসরোধ হত্যায় অভিযুক্ত স্বামী শাহাজালাল ইসলাম হৃদয়কে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা।

বৃহস্পতিবার (১৮ মে) দিবাগত রাত সাড়ে ১২টায় জিএমপি সদর থানার বনুয়াা (পশ্চিম পাড়া) বটতলা এলাকার মামা মনির হোসেনের বাড়ি থেকে আটক করা হয় ঘাতক শাহজালালকে।

শুক্রবার (১৯ মে) বিকেলে র‌্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের স্কোয়াড কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) রতন কুমার দাশ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতার শাহাজালাল ইসলাম হৃদয় জিএমপি সদর থানার মজলিশপুর (কড্ডা বাজার) এলাকার আলিমুল ইসলামের ছেলে। তাঁর স্ত্রী নাসরিন আক্তার একই জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাডার (সলিংমোড়) গ্রামের মজনু মিয়ার মেয়ে।

র‌্যাব কর্মকর্তা রতন কুমার দাশ জানান, হৃদয় তার স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে শশুর বাড়ি চকপাডা (সলিংমোড়) গ্রামের বসবাস করতেন। বুধবার (১৭ মে) দিবাগত রাত আড়াইটার দিকে ভিকটিমের মেয়ে ঘুমিয়ে পড়লে স্ত্রীর পরকীয়া নিয়ে স্বামীর সন্দেহ হয়।

এ নিয়ে তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে ওইদিন রাত ৩টার দিকে স্বামী হৃদয় স্ত্রী নাসরিন আক্তারকে ব্যাট দিয়ে ঘাড়ে আঘাত করে। পরে তাকে শ্বাসরোধে হত্যা করে ভিকটিমের মেয়েকে নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে ভিকটিমের মা বিনা আক্তার (৪০) স্বামী শাহাজালাল ইসলাম হৃদয়কে অভিযুক্ত করে শ্রীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। একইদিন দিবাগত রাত সাড়ে ১২টায় র‌্যাব সদস্যরা জিএমপি সদর থানার বনুয়া (পশ্চিম পাড়া) বটতলা এলাকার মামা মনির হোসেনের বাড়ি থেকে স্বামী হৃদয়কে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি শাহ জালাল ইসলাম হৃদয় তার স্ত্রী নাসরিন আক্তারকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো. নাসিম জানান, শুক্রবার (১৯ মে) দুপুরে র‌্যাব গ্রেফতার আসামি শাহাজালাল ইসলাম হৃদয়কে থানায় সোপর্দ করেছে। আগামীকাল শনিবার (২০ মে) তাকে গাজীপুর আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য বুধবার (১৭ মে) দিবাগত রাত আড়াইটার দিকে ভিকটিমের বাবার বাড়ি শ্রীপুরের চকপাডার (সলিংমোড়) গ্রামে স্ত্রীর পরকীয়া নিয়ে স্বামীর সন্দেহে শ্বাসরোধে হত্যা করে স্বামী হৃদয়। পরে পুলিশ বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে।