Date: May 10, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে পুলিশ পরিচয়ে টাকা দাবীর অভিযোগ, আটক ৩ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শ্রীপুরে পুলিশ পরিচয়ে টাকা দাবীর অভিযোগ, আটক ৩

October 17, 2023 07:47:10 PM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে পুলিশ পরিচয়ে টাকা দাবীর অভিযোগ, আটক ৩

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে পুলিশ পরিচয়ে টাকা দাবীর অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১৬অক্টোবর) রাত বারোটার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের হা-মিম নামক পোশাক কারখার পাশ থেকে ওই তিন যুবককে আটক করা হয়।

আটককৃতরা হলো শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের তেলিহাটি গ্রামের মো. আ.রাজ্জাকের ছেলে মিলন একই ইউনিয়নের মূলাইদ গ্রামের মো. সাইজুদ্দিনের ছেলে মো. সোহেল রানা ও মো. জুয়েল রানা।

খোঁজনিয়ে জানা যায়, রাত নয়টারদিকে কয়েক ব্যক্তি হা-মিম পোশাক কারখানার পাশের একটি দোকানের সামনে বসে লুডু খেলছিলো। এ সময় ওই তিন যুবক এসে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাদের ভিডিও ধারণের পর টাকা দাবী করে। পুলিশ পরিচয় দানকারীদের কথাবার্তা সন্দেহ হলে এলাকা বাসী তাদের আটক করে গনধূলাই দেয়। পরে জাতীয় জরুরী পরিসেবোর নম্বর ৯৯৯এ ফোনকরে পুলিশে খবর দেয়। খবর পেয়ে রাত বারোটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে ওই তিন যুবককে আটক করে।

শ্রীপুর উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা.আজরিনা আফরিন জানান, রাত একটারদিকে পুলিশ তিন যুবককে হাসপাতালে নিয়ে আসে। তাদেও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। যুবকদের শরিরে কিল ঘুষির নীলা ফুলা আঘাতের চিহ্ন ছিলো। কোন গুরুত্বর আঘাত ছিলোনা ।

শ্রীপুর থানার উপপরিদর্শক আবু রায়হান জানান, জাতীয় জরুরী পরিসেবার নম্বর ৯৯৯এর ফোন পেয়ে সোমবার রাত বারোটার দিকে ফুরিদপুর গ্রাম থেকে ওই তিন যুবককে আটক করা হয়। রাতে ঘটনাস্থলের একটি দোকোনের সামনে কয়েক ব্যক্তি লুডু খেল ছিলেন। আটকরা মোবাইলে লুডু খেলার ভিডিও ধারণ করে। পুলিশ পরিচয় দিয়ে লুডু খেলোয়ারদের নিকট টাকা দাবী করে। স্থানীয়দের নিকট ওই তিন যুবকের আচরণ সন্দেহ হয়। এলাকাবাসী তাদের আটক করে পুলিশে খবর দেয়। রাতে আটকদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। আটকদের ১৫১ধারায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।