
শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলা ওলামা দলের আয়োজনে মাওনা উত্তর পাড়া এলাকায় বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র রোগ মুক্তি ও সু-স্বাস্থ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় দোয়া ও মিলাদ মাহফিলে শ্রীপুর উপজেলা ওলামা দলের সভাপতি অধ্যাপক মুখলেছুর রহমান কফিল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ক্বারির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ এস. এম রফিকুল ইসলাম বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা ফজলুল হকসহ শ্রীপুর উপজেলা, পৌর বিএনপি, ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।