
গাজীপুর ও শ্রীপুর প্রতিনিধি:
স্ত্রীর চুলের মুঠি ধরে মারধর পরে গলায় নাইলন রশি পেচিয়ে হত্যাকরে ঘাকত স্বামী আলামিন। গত মঙ্গলবার রাতে গাজীপুর জেলার শ্রীপুরের মাওনা উত্তরপাড়া এলাকার আব্দুস সামাদের ভাড়া বাড়িতে স্বামীর হাতে এ হত্যাকান্ডের শিকার হন স্ত্রী মিম আক্তার। স্ত্রী মিম আক্তারকে হত্যার পর তার মৃহদেহের পাশে চিরকুট লিখে পালিয়ে যান ঘাতক স্বামী আলামিন।
এ হত্যাকান্ডের ঘটনায় নিহতের পিতা শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ঘাতক স্বামী আলামিনকে জামালপুর জেলার সদর থানাধীন ফৌজদারি এলাকা থেকে গ্রেফতার করে Rad-1এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্প। গত বৃহস্পতিবার র্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর জুন্নুরাইন বিন আলম স্বাক্ষরিত সংবাদমাধ্যম প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেফতারকৃত ঘাতক স্বামী আলামিন (২৪)টাঙ্গাইলের কালিহাতি থানার কালাই গ্রামের মোঃ আমিরুল ইসলামের ছেলে। হত্যাকান্ডের শিকার মিম আক্তার (১৮) সিরাজগঞ্জের বেলকুচি থানার ছোটবেড়া খারুয়া গ্রামের মোকাদ্দেস খানের মেয়ে। গত সাত মাস পূর্বে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানানো হয় প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিবাহের পর থেকে পারিবারিক কলহ চলছিল। সামর্থ থাকা স্বত্বেও স্বামী আল-আমিন স্ত্রীর চাহিদা পূরণ করতো না এবং তার উপর অমানুষিক নির্যাতন চালাতো। গ্রেফতারের পর আসামী আল-আমিন র্যােবের কাছে হত্যার দায় স্বীকার করেন।