Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে যৌথ অভিযানে ৫৫ কোটি টাকা মূল্যের বনভূমি উদ্ধার, হামলায় আহত ১০ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শ্রীপুরে যৌথ অভিযানে ৫৫ কোটি টাকা মূল্যের বনভূমি উদ্ধার, হামলায় আহত ১০

November 26, 2024 06:13:36 PM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে যৌথ অভিযানে ৫৫ কোটি টাকা মূল্যের বনভূমি উদ্ধার, হামলায় আহত ১০

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে যৌথ বাহিনীর উদ্যোগে অভিযান পরিচালনা করে অবৈধ দখলদারদের কবল থেকে প্রায় ৫৫ কোটি টাকা মূল্যের ৬ একর বনভূমি উদ্ধার করা হয়েছে। বনভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দখলীয় বনভূমি উদ্ধার কার্যক্রম পরিচালনার সময় দখলদারদের হামলায় এসিল্যান্ড ও ভেকুর চালকসহ ১০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে দুটি ভেকু, উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ড এবং রেঞ্জ কর্মকর্তার গাড়ি।

এদিকে উচ্ছেদ কার্যক্রম পরিচালনার সময় এক মহিলা মারা গেছে -এমন গুজব ছড়িয়ে দখলদাররা সংঘবদ্ধ হয়ে অভিযানে অংশগ্রহণকারীদের ওপর হামলা চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সেনাসদস্য, র‍্যাব, আনসার, উপজেলা প্রশাসন ও বন বিভাগের প্রায় দেড়শতাধিক জনবল নিয়ে শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর রেঞ্জের ইজ্জতপুর ও কাফিলাতলী গ্রাম এলাকায় এই উদ্ধার কার্যক্রম পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজিব আহমেদ জানান, ঢাকা বিভাগীয় সহকারী বন সংরক্ষক সামসুল আরেফিন, শ্রীপুর সরকারি কমিশনার (ভূমি) আতাহার সাকিল, রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তা জুয়েল রানা, গাজীপুরের পোড়াবাড়ি ওয়াইল্ড লাইফ সেন্টার, ৪৬ ডিভ লকেটিং আর্টিলারি ক্যাপ্টেন অর্ণব, শ্রীপুর থানার ওসি (অপারেশন) নয়ন করসহ সেনাসদস্য, র‍্যাব, আনসার, উপজেলা প্রশাসন ও বন বিভাগের দেড়শতাধিক জনবল নিয়ে অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, সকাল থেকে উচ্ছেদ অভিযান সুষ্ঠুভাবে পরিচালিত হলেও বিকেলে ইজ্জতপুর বাজারে অবৈধ দখলদার সিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালানোর সময় তাদের বাড়ির এক মহিলা মারা গেছেন—এমন গুজব ছড়িয়ে সিরাজুল তার ছেলে মাসুদ ও মাহবুবসহ গ্রামের কিছু লোককে ভুল বুঝিয়ে সংঘবদ্ধ করে হামলা চালায়। এতে শ্রীপুর সরকারি কমিশনার (ভূমি) আতাহার সাকিল, দুটি ভেকুর চালক রাসেল মোকামি ও হাকিম মোল্লাহ, ইউএনওর গাড়িচালক হানিফ, অফিস সহকারী আরফান, রেঞ্জ কর্মকর্তার গাড়িচালক লিটন ও আশিকসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের শ্রীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ হামলায় দুটি ভেকু, ইউএনও, এসিল্যান্ড ও রেঞ্জ কর্মকর্তার গাড়ি ভাঙচুর করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অভিযান পরিচালনার সময় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তার উপস্থিত ছিলেন। তিনি তাৎক্ষণিকভাবে ওই মহিলাকে দেখে স্বাভাবিক বলে নিশ্চিত করেন। অহেতুক দখলদাররা গুজব ছড়িয়ে অভিযান কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করেন।

ঢাকা বন বিভাগের সহকারী বন সংরক্ষক সামসুল আরেফিন জানান, যৌথ বাহিনীর অভিযানে বন বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ১২০টি স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এতে বন বিভাগের ৬ একর জায়গা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৫৫ কোটি টাকা।

তিনি আরও জানান, এ অভিযান অব্যাহত থাকবে এবং হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।