Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে সকল শ্রেণী পেশার মানুষের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শ্রীপুরে সকল শ্রেণী পেশার মানুষের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

August 07, 2023 08:24:12 PM   দেশজুড়ে ডেস্ক
শ্রীপুরে সকল শ্রেণী পেশার মানুষের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরে নব যোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম মহোদয়ের সাথে শ্রীপুর উপজেলা পর্যায়ে কর্মরত সকল সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি , বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যাক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (৭ আগস্ট) সকাল ১১টার  উপজেলা অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জনাব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট।

আরও উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল আলম প্রধান, উপজেলা ভূমি কর্মকর্তা আল মামুন, শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফএম নাসিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  মাহতাব উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শ্রী প্রণয় কুমার দাস, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমুসহ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, শ্রীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ  উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন সমস্যাসহ নানা বিষয়ে কথা শোনেন। শ্রীপুরকে আরো সমৃদ্ধ করতে তিনি সরকারের সহযোগিতা নিয়ে কাজ করার আশ্বাস দেন।