Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে সাংবাদিকদের বাড়িতে হামলার পর এখন আবারও দেখে নেয়ার হুমকি অভিযুক্তদের - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের...

শ্রীপুরে সাংবাদিকদের বাড়িতে হামলার পর এখন আবারও দেখে নেয়ার হুমকি অভিযুক্তদের

March 01, 2024 07:50:56 PM   দেশজুড়ে ডেস্ক
শ্রীপুরে সাংবাদিকদের বাড়িতে হামলার পর এখন আবারও দেখে নেয়ার হুমকি অভিযুক্তদের

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে মাইটিভির সংবাদকর্মী চঞ্চলখানের বাড়ীতে সন্ত্রাসী হামলার ঘটনায় তিন দিনেও কোন ব্যবস্থা নেয়নি পুলিশ। উপরোন্ত এখন দেখে নেয়ার হুমকী দিচ্ছে অভিযুক্তরা। গত বুধবার এ সংবাদকর্মী বাদী হয়ে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন।

বুধবার দুপুরে আজুগীচালা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। হামলায় সংবাদকর্মীর ভাই,  বাবা ও মা সহ ৫জন আহত হয়। আহতদের মধ্যে গোলাম রাব্বীকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন, আজুগীচালা গ্রামের নজরুল ইসলামের ছেলে গোলাম মাওলা, সোহেল রানা ও হৃদয়। এদের প্রত্যেকের বিরুদ্ধে  মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

চঞ্চল খান অভিযোগ করেন, অভিযুক্তরা তাদের প্রতিবেশী। এরা মাদক ব্যবসা ও বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। মাদকের প্রতিবাদ করায় তারা ক্ষিপ্ত  হয়ে নানা ধরনের হুমকী  এবং চাঁদা দাবী করে আসছিল। গত বুধবার তার ছোটভাই গোলাম রাব্বী কম্পিউটার কেনার উদ্দেশ্যে বাড়ী থেকে বের  হওয়ার সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা করে ৬০হাজার টাকা ছিনিয়ে নেয়, এসময় তার বৃদ্ধ বাবা ও মা রাব্বীকে রক্ষা করতে এগিয়ে গেলে তাদেরকেও মারধর করা হয়। তাদের চিৎকারে অন্যপ্রতিবেশীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

তিনি  অভিযোগ করেন, থানায় অভিযোগের পর এখন আরো বেপরোয়া হয়ে দেখে নেয়ার হুমকী দিচ্ছে অভিযুক্তরা। সন্ত্রাসীদের হুমকীর কারণে এখন বাড়ীতেও থাকতে পারছি না।

গাজীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য মিজানুর রহমান বাচ্চু বলেন, অভিযুক্তরা মাদক সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। এরা প্রায় সময়েই এলাকায় প্রভাব বিস্তার করে নানা অপরাধ করে। সামাজিকভাবে এদেরকে বিভিন্নভাবে সতর্ক করার পরও এরা থামছে না।

এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক আহাদ মিয়া গত বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, তদন্ত হচ্ছে পরে বিস্তারিত বলতে পারবো।