
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে সুলতান উদ্দিন স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সুলতান উদ্দীন স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বছর গাজীপুর সদর উপজেলা ১টি এবং শ্রীপুর উপজেলায় ১০টি কেন্দ্রের মাধ্যমে প্রায় ৬ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
শিক্ষার প্রাথমিক স্তরের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাশাপাশি মাধ্যমিক স্তরের ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা শ্রেণী অনুযায়ী পৃথক প্রশ্নে এ পরীক্ষায় অংশগ্রহণ করেন। ২ ঘণ্টা ব্যাপী বহু নির্বাচনী এবং সৃজনশীল পদ্ধতিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ পরীক্ষা শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব বৃদ্ধি করবে এবং পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বিষয়ে জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করবে বলে মনে করেন আয়োজকরা। তারা অভিভাবকদের সার্বিক সহযোগিতার গুরুত্বও তুলে ধরেন।
সুলতান উদ্দীন স্মৃতি বৃত্তি প্রকল্পের আয়োজক সালাহ উদ্দিন আহমেদ মিলন জানান, “আমরা শিক্ষার্থীদের মেধা বিকাশে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকি, যার মধ্যে অন্যতম মেধা পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞান অন্বেষণে উৎসাহিত হবে এবং পাঠভ্যাস তৈরি হবে। এছাড়া সমাজে কিশোর অপরাধ হ্রাস পাবে এবং শিক্ষার্থীরা মোবাইল আসক্তি থেকে দূরে থাকবে।”
পরীক্ষার পরিদর্শনে উপস্থিত ছিলেন সমাজের শিক্ষাবিদ, সাহিত্যিক, আইনজীবী, চিকিৎসক এবং ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।