
এনামুল হক:
আব্দুল মালেক শামসুন্নাহার ফাউন্ডেশন ও মাইক্রো মিডিয়া নেটওয়ার্কের এর যৌথ উদ্যোগে যাকাতের অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবারশরীয়তপুরের নড়িয়া উপজেলার পাইলট সেন্টারে সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত নিম্নবিত্ত ও অসহায় ৫'শ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়। অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন মাইক্রো মিডিয়া নেটওয়ার্ক'র নির্বাহী পরিচালক ও আব্দুল মালেক শামসুন্নাহার ফাউন্ডেশনের সদস্য শহীদুল ইসলাম পাইলট, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি ও জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা এমদাদুল হক, আব্দুল মালেক শামসুন্নাহার ফাউন্ডেশন এর সদস্য শফিকুল ইসলাম রকেট, ফাহিমা আক্তার, সাহিদুল ইসলাম মিলন, আব্দুল কাইয়ুম সরদার প্রমুখ। একই সাথে শরীয়তপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনকে ২০ হাজার টাকা যাকাতের অর্থ প্রদান করা হয়েছে।