Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শরীয়তপুরে ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শরীয়তপুরে ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

October 23, 2024 07:30:48 PM   স্টাফ রিপোর্টার
শরীয়তপুরে ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২৩ অক্টোবর) বিকেলে নাগেরপাড়া ইউনিয়নের জুশিরগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সোহরাব কবিরাজ। তিনি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার আলিপুর এলাকার মৃত কামিজ উদ্দিন কবিরাজের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোহরাব ভ্যানে করে নাগেরপাড়া বাজার থেকে গোসাইরহাট বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় জুশিরগাঁও এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে ভ্যানের সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে সোহরাব সড়কে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতের পরিবার অভিযোগ দিলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”