
আশিকুর রহমান ডিটু:
যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা এসকে ট্রাভেলসের যাত্রীবাহী বাস থেকে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। শনিবার সকাল ১০টার দিকে সাতক্ষীরার নাভারণ মোড়ে বাসটি আটকে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, যশোরের শার্শা থানার বেনাপোল থেকে আসা এসকে ট্রাভেলসের পরিবহনটি আমড়া খালি চেকপোস্টে বিজিবি সদস্যরা থামানোর সিগনাল দিলে বাসটি না থেমে দ্রুত চলে আসে। পরে বাসটিকে ধাওয়া করে আমড়া খালি সাতক্ষীরার নাভারণ মোড়ে কর্মরত বিজিবি সদস্যরা বাসটিকে থামায়। এসময় বাসে তল্লাশি চালিয়ে দুটি ইয়াবা ভর্তি ব্যাগ উদ্ধার করে বাস ও বাসের হেলাপারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে আমড়াখালি চেকপোস্টে নেওয়াে হয়েছে। তবে ইয়াবার প্রকৃত মালিককে চিহ্নিত করা যায় নি বলে জানিয়েছেন বিজিবির কর্মকর্তারা।