Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শরীয়তপুরে অবৈধভাবে রাখা ৩১টি বন্যপ্রাণী উদ্ধার ও অবমুক্ত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শরীয়তপুরে অবৈধভাবে রাখা ৩১টি বন্যপ্রাণী উদ্ধার ও অবমুক্ত

February 16, 2025 07:46:54 PM   স্টাফ রিপোর্টার
শরীয়তপুরে অবৈধভাবে রাখা ৩১টি বন্যপ্রাণী উদ্ধার ও অবমুক্ত

শরীয়তপুরের নড়িয়া উপজেলার কলুকাঠি এলাকায় মর্ডান ফ্যান্টাসি কিংডম অ্যান্ড মিনি চিড়িয়াখানা থেকে ৩১টি অবৈধ বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) বন বিভাগ এবং বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের যৌথ অভিযানে এসব প্রাণী উদ্ধার হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, মিনি চিড়িয়াখানাটিতে দীর্ঘদিন ধরে অনুমতি ছাড়াই বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী প্রদর্শনের জন্য রাখা হয়েছিল। উদ্ধারকৃত প্রাণীগুলোর মধ্যে ভাল্লুক, মিঠা পানির কুমির, বার্মিজ অজগর, সজারু, মেছো বিড়াল, কালিম পাখি, ঘুঘু পাখি ও বালি হাঁস রয়েছে।

বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী, অনুমতি ছাড়া বন্যপ্রাণী সংগ্রহ, দখলে রাখা, প্রদর্শন এবং সংরক্ষণ করা দণ্ডনীয় অপরাধ। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রাণীগুলো উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত বন্যপ্রাণীদের মধ্যে কিছু গাজীপুরের সাফারি পার্কে পাঠানো হয়েছে এবং কিছু প্রাণী স্থানীয়ভাবে অবমুক্ত করা হয়েছে।

মর্ডান ফ্যান্টাসি কিংডম অ্যান্ড মিনি চিড়িয়াখানার ব্যবস্থাপক নজরুল ইসলাম বলেন, "বন্যপ্রাণীগুলো এভাবে রাখা যাবে না—বিষয়টি আমাদের জানা ছিল না। যদি জানতাম, তাহলে আগেই ছেড়ে দিতাম। বন বিভাগ আমাদের জানালে আমরা স্বেচ্ছায় প্রাণীগুলো তাদের হাতে তুলে দিই।"

বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথিন্দ্র কুমার বিশ্বাস বলেন, "আমাদের কাছে তথ্য ছিল যে এখানে অবৈধভাবে ৩১টি বন্যপ্রাণী খাঁচায় বন্দি রেখে প্রদর্শন করা হচ্ছে। সংরক্ষণ আইন অনুযায়ী আমরা সেগুলো উদ্ধার করেছি। কিছু প্রাণী গাজীপুর সাফারি পার্কে পাঠানো হয়েছে, বাকিগুলো অবমুক্ত করা হয়েছে।"