
শরীয়তপুর ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘনের দায়ে ০৩ তিন লাখ টাকা জরিমানা করলেন ভ্রাম্যমান আদালত। বুধবার সদর উপজেলার গয়ঘর খলিফাকান্দি নামক জায়গায় অবস্থিত মেসার্স জাজিরা (ঢাকা) ব্রিক ফিল্ড এন্ড কোং নামক ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব প্রদান করেন জেলা প্রশাসকের কার্যালয়, শরীয়তপুর এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সোহেল রানা। আদালত ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৫ ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারা মতে তিন লাখ জরিমানা ধার্য ও আদায় করেন। একইসাথে সকল প্রকার লাইসেন্স সংগ্রহ করে আইনের ধারা অনুযায়ী ইটভাটা পরিচালনা করার নির্দেশ প্রদান করেন।