Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শরীয়তপুরে আনসার বাহিনীর মহান বিজয় দিবসের শ্রদ্ধাঞ্জলি অর্পণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শরীয়তপুরে আনসার বাহিনীর মহান বিজয় দিবসের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

December 16, 2024 01:27:13 PM   স্টাফ রিপোর্টার
শরীয়তপুরে আনসার বাহিনীর মহান বিজয় দিবসের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

শরীয়তপুরে মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬ টায় শরীয়তপুরের কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা কমান্ড্যান্ট মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার-ভিডিপির কর্মকর্তা নাসরিন সুলতানা, সদর উপজেলা আনসার-ভিডিপির প্রশিক্ষক ফররুখ আহমেদ সহ আনসার বাহিনীর অন্যান্য সদস্যরা।

পুষ্পস্তবক ও শ্রদ্ধা নিবেদন শেষে জেলা কমান্ড্যান্ট মো. জাহাঙ্গীর আলম বলেন, মহান বিজয় দিবস বাঙালি জাতির আত্মগৌরবের দিন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনী যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করলে চূড়ান্ত বিজয় অর্জন করে বাংলাদেশ, এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম শক্তি ছিল আনসার বাহিনীর ৪০ হাজার থ্রি নট থ্রি রাইফেল। মুক্তিযুদ্ধের প্রারম্ভে আনসার সদস্যরা নিজেদের অস্ত্রাগারে রক্ষিত ৪০ হাজার রাইফেল মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেন। ৬৭০ জন আনসার সদস্য মুক্তিযুদ্ধে শহীদ হন। ১৯৭১ সালের ১৭ এপ্রিল, প্লাটুন কমান্ডার ইয়াদ আলীর নেতৃত্বে ১২ জন বীর আনসার সদস্য মেহেরপুরের মুজিবনগর আম্রকাননে বাংলাদেশে প্রথম সরকার প্রধানকে “গার্ড অব অনার” প্রদান করেন, যা বাংলাদেশ ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা।