Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শরীয়তপুরে একাধিক মামলার আসামী আব্দুল আলী গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শরীয়তপুরে একাধিক মামলার আসামী আব্দুল আলী গ্রেফতার

December 17, 2024 07:28:49 PM   স্টাফ রিপোর্টার
শরীয়তপুরে একাধিক মামলার আসামী আব্দুল আলী গ্রেফতার

স্টাফ রিপোর্টার:
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগড় ইউনিয়নের আনন্দ বাজার থেকে একাধিক মামলার আসামী আবদুল আলী সরদারকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (রাব) ৮। আবদুল আলী সরদারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

আবদুল আলী সরদারের পিতা আফসের সরদারের বিরুদ্ধে ডাকাত জসিমসহ একাধিক সন্ত্রাসী বাহিনী পরিচালনা করার অভিযোগ রয়েছে।

জানা গেছে, আবদুল আলীর ছোট ভাই সাইদুল সরদার বিকেনগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। তার প্রভাব খাটিয়ে আবদুল আলী এলাকায় জমি দখল, বালু কাটা, ডাকাতি ইত্যাদি অপরাধমূলক কর্মকাণ্ড করতেন বলে গুঞ্জন রয়েছে।

মঙ্গলবার সকাল আনুমানিক ১১:৩০টার দিকে র‍্যাব-৮ তাকে জাজিরা থানায় হস্তান্তর করেন।

এর পর জাজিরা থানা পুলিশ গত ১৫ আগস্ট লাভলি বেগমের বসতবাড়িতে হামলা, সন্ত্রাসী কার্যক্রম এবং হত্যার উদ্দেশ্যে কোপ দিয়ে লাভলি বেগমের গাল কেটে ফেলার ঘটনায় ৩০-৮-২৪ তারিখে ফৌজদারি বিধান অনুযায়ী ১৫৪ নম্বর ধারায় মামলা দায়ের করে। আবদুল আলীকে ওই মামলায় ২ নম্বর আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়।

এছাড়াও তার বিরুদ্ধে ঢাকার বাড্ডা থানায় একটি হত্যা মামলার ৯৫ নম্বর আসামি এবং বংশাল থানায় আরও একটি হত্যা মামলার ৩৭ নম্বর আসামি হিসেবে অভিযোগ রয়েছে।

এছাড়া নিজ এলাকার এক অসহায় ব্যক্তির করা লুট মামলায় জামিনে আছেন বলেও অভিযোগ শোনা যাচ্ছে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল আমিন দেশেরপত্রকে জানান, “র‍্যাব-৮ থেকে গ্রেফতারকৃত আবদুল আলীকে জাজিরা থানায় প্রেরণ করা হয়েছে, পরবর্তীতে তার বিরুদ্ধে থাকা মামলায় আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।”