
শরীয়তপুরে কোর্টের হাজতখানা থেকে পালিয়ে যাওয়া রাজু মাল (২৬) নামে এক আসামিকে পুনরায় গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১০ নভেম্বর) দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, রাজু মাল শরীয়তপুরের ডামুড্যা থানার একটি চুরির মামলার আসামি। আদালত রবিবার তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন। কোর্টের কার্যক্রম শেষে তাকে সাময়িকভাবে হাজতখানায় রাখা হলে সে টয়লেটের জংধরা গ্রিল ভেঙে পালিয়ে যায়।
ঘটনার পর পরই পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মো. আহসান হাবিবের নেতৃত্বে একটি টিম দ্রুত অভিযান চালিয়ে শরীয়তপুর সদর উপজেলার আটং এলাকা থেকে তাকে প্রায় এক ঘণ্টা পর গ্রেফতার করতে সক্ষম হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসান হাবিব জানান, "আসামি পালিয়ে গেলেও তাৎক্ষণিক অভিযান চালিয়ে আমরা তাকে পুনরায় গ্রেফতার করি। রাজু মাল একজন নিয়মিত চুরির মামলার আসামি এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।"