Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শরিয়তপুরে চাঁদাবাজী কালে তিন ভুয়া ডিবি আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শরিয়তপুরে চাঁদাবাজী কালে তিন ভুয়া ডিবি আটক

December 04, 2024 07:00:05 PM   স্টাফ রিপোর্টার
শরিয়তপুরে চাঁদাবাজী কালে তিন ভুয়া ডিবি আটক

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ফতেজঙ্গপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় তিন ব্যক্তিকে আটক করেছে স্থানীয় লোকজন । সোমবার সন্ধ্যায় ফতেজঙ্গপুর এলাকায় এ ঘটনা ঘটেছে । পরে স্থানীয়রা আটককৃতদের পুলিশে দেন ।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আবু বকর মাতুব্বর মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন। আটককৃতরা হলেন, ভোজেশ্বর ইউনিয়নের পাঁচক এলাকার ইউপি সদস্য আমির হোসেন সিকদারের ছেলে মো. হৃদয় সিকদার (২৩), উপসী এলাকার আলী চৌকিদারের ছেলে সুমন চৌকিদার (২৮) এবং লক্ষীপুর এলাকার ইদ্রিস বেপারীর ছেলে ইনছান আলী (২৭)।

পুলিশ জানান, শাহজাহান হাওলাদারের ছেলে শাহিন হাওলাদার শরীয়তপুর শহর থেকে বাসায় ফেরার পথে বিষুগাও এলাকায় তাদের মুখোমুখি হন, তখন গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তারা শাহিনের পথরোধ করেন এবং মাদক রাখার অভিযোগ তুলে তাকে হ্যান্ডকাফ পরিয়ে ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে রাজি না হলে তাকে মারধর করে অভিযুক্তরা । পরে শাহিন তার বাবা শাহজাহান হাওলাদারকে ফোন করে টাকা নিয়ে আসতে বলেন। তার বাবা ঘটনাস্থলে পৌঁছে ২২ হাজার ৯০০ টাকা দিয়ে গেলে অভিযুক্তরা হ্যান্ডকাফ খুলে পালানোর চেষ্টা করেন। এ সময় শাহিন ও তার বাবা চিৎকার করলে স্থানীয়রা তিনজনকে আটক করেন । তবে তাদের সঙ্গে থাকা আরেক ব্যক্তি টাকা নিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবু বকর মাতুব্বর বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং ওই তিনজন আমাদের গোয়েন্দা পুলিশের সদস্য নয় বলে নিশ্চিত করি। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।